× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদিতে ৩ মাস প্রখর রোদ থেকে রেহাই নির্মাণশ্রমিকদের

০৬ জুন ২০২২, ০১:৫০ এএম

সৌদিতে তিন মাসের জন্য দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্মাণসহ কিছু খাতের শ্রমিকদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রখর রোদে কাজ করা থেকে রেহাই পাবেন বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মীরা।

তিন ঘণ্টা কাজ বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৫ জুন থেকে। এ সময়সীমা শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

সৌদি গেজেটের হিসাব অনুযায়ী, মধ্যাহ্নে কাজ বন্ধ রাখার সুফল পাবেন ২৭ লাখ ৪০ হাজার নারী ও পুরুষ কর্মী, যাদের বেশির ভাগই সম্পৃক্ত নির্মাণ খাতে।

এ সিদ্ধান্তের বিষয়ে সৌদির মানবসম্পদ মন্ত্রী প্রকৌশলী আহমেদ আল-রাজি বলেন, বেসরকারি খাতের কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে সূর্য মাথায় রেখে কাজ বন্ধ করা হয়েছে।

তেল ও গ্যাস কোম্পানির কর্মী এবং জরুরি ব্যবস্থাপনায় নিয়োজিতরা এ সিদ্ধান্তের বাইরে থাকবে, তবে তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিয়োগ কর্তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি কাজের সূচি পুনর্বিন্যাসের নির্দেশনা দিয়েছে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়।

নির্দেশনা পালনে যেকোনো ধরনের ব্যত্যয়ের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস নম্বরে (১৯৯৯১১) কল করার তাগিদও দেয়া হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.