× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীর ৩১ সদস্য গ্রেপ্তার

১৩ জুন ২০২২, ০১:৪১ এএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও জাতীয়তাবাদী গোষ্ঠীর ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সমকামী ও উভকামীদের (এলজিবিটি) একটি অনুষ্ঠানে দাঙ্গা হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে।

কোউর ডি’আলেন শহরের পুলিশপ্রধান লি হোয়াইট বলেন, “শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর ৩১ সদস্যকে দাঙ্গা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ‘ছোট অপরাধ’ আনা হয়েছে। তবে আরও অভিযোগ আনা হবে। তারা শহরের কেন্দ্রস্থলে দাঙ্গা করতে এসেছিলেন।’’

রোববার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক বাসিন্দা দেখতে পান সাদা মাস্ক পরিহিত, হাতে ঢাল নিয়ে যুবকদের একটি দল। তারা সবাই একটি ছোট ট্রাকে (ইউ-হোল) করে সেখানে অবস্থান নেন। তাদের সবাইকে একই পোশাকে দেখা গেছে। এমনটি দেখে পুলিশকে খবর দেন তিনি। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তাদের ট্রাকসহ আটক করে পুলিশ।

এই যুবকরা প্যাট্রিয়ট ফ্রন্ট গ্রুপের সদস্য। তারা যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যের বাসিন্দা।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অন্তত ৩০ যুবক হাঁটু গেড়ে ঘাসের ওপর বসা। তাদের হাতে হ্যান্ডকাফ। মাথা ও মুখ সাদা কাপড়ে ঢাকা। মাথায় ব্যাজবলের ক্যাপ পরা।

পার্ক ইভেন্টে এলজিবিটি সম্প্রদায়ের অনুষ্ঠানে দাঙ্গা হামলার পরিকল্পনা ছিল তাদের।

ভার্জিনিয়ায় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর ‘ইউনাইট দ্য রাইট র‍্যালির পর ২০১৭ সালে প্যাট্রিয়ট ফ্রন্ট গঠিত হয়।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.