× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিশরে গেলেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন ২০২২, ০৭:২৮ এএম

কায়রোতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সফরের অংশ হিসেবে মিশরের কায়রোতে পৌঁছেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

স্থানীয় সময় গতকাল সোমবার (২০ জুন) সন্ধ্যায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাদরে গ্রহণ করেন। মঙ্গলবার (২১ জুন) কায়রোতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে উভয় নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট আল-সিসির মুখপাত্র বাসাম রাদি বলেছেন, উভয় নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াদি’ নিয়ে আলোচনা করবেন।

মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সৌদি আরব সবচেয়ে ধনী দেশ।

সৌদি ক্রাউন প্রিন্স এরপর জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনার জন্য রওনা হবেন।

সৌদি প্রিন্স তুরস্কও সফর করবেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে ইস্তাম্বুল কনস্যুলেটে হত্যার পর সৌদি-তুরস্ক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ধারণা করা হচ্ছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এ সফরের মধ্যদিয়ে সম্পর্কের কিছুটা উন্নতি হবে দেশ দুটির মধ্যে। সূত্র : আল-জাজিরা


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.