× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়া গ্যাস বন্ধ করায় নরওয়ের দারস্থ হলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২২, ১৬:৪৯ পিএম

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে গ্যাস সরবরাহ নিয়ে নতুন একটি চুক্তি করেছে। আর এ চুক্তি অনুযায়ী পশ্চিম ইউরোপের দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গ্যাস সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেবে। 

মূলত রাশিয়া ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ বা কমিয়ে দেওয়ার কারণে নরওয়ের দারস্থ হতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। 

রাশিয়া যে পরিমাণ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তার অর্ধেক পরিমাণ গ্যাস সরবরাহ করবে নরওয়ে। 

একটি বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নরওয়ে এবং ইউরোপিয়ান কমিশন একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে নরওয়ে থেকে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য বাড়তি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে। 

ব্রাসেলসে নরওয়ের জ্বালানি মন্ত্রী তের্জে আসল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পলিসি প্রধান ফ্রান্স তিমারম্যানস বৈঠক করার এমন বিবৃতি দেওয়া হয়। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন নরওয়ে থেকে তাদের চাহিদার মোট ৫ ভাগ গ্যাস আমদানি করে। 

যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়ার কাছ থেকে নিজেদের চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস এনেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করায় বেশ কয়েকটি দেশে সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। 

সূত্র: আল জাজিরা 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.