× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২২, ০৯:৫৫ এএম

বন্দুক হামলার ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন। ছবি: রয়টার্স

নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইটক্লাবে ও ক্লাবের আশেপাশের রাস্তায় বন্দুক হামলায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় আজ শনিবার (২৫ জুন) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নরওয়ের পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পুলিশ ধারণা করছে, হামলাকারী একাই ছিলেন। পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, লন্ডন পাব ও এর আশপাশের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

লন্ডন পাব অসলোর প্রাণকেন্দ্রে একটি জনপ্রিয় সমকামী বার ও নাইটক্লাব। পাবলিক ব্রডকাস্টার এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখেছিলাম। তিনিই পরে একটি বন্দুক বের করে গুলি করতে শুরু করে।

হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে, অসলোতে আজ শনিবার বার্ষিক প্রাইড প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.