× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাকে ঢুকল জ্যান্ত চিংড়ি, বাঁচালো ডাক্তার

০৮ জুলাই ২০২২, ২২:১৯ পিএম

চিংড়ির ঘেরে কাজ করছিলেন মাছচাষি সত্যনারায়ণ। হঠাৎ লাফিয়ে উঠে একটি চিংড়ি তার নাকে ঢুকে যায়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন সত্যনারায়ণ। পরে চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। চিকিৎসকের চেষ্টা নাক থেকে চিংড়ি বের করার পর স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার গণপাভরম গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, সত্যনারায়ণ পেশায় একজন মৎস্যচাষি। চিংড়ির ঘেরে কাজ করার সময় তার নাকে চিংড়ি ঢুকে যায়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। তবে তিনি হাল না ছেড়ে চিংড়িটি নাক থেকে বের করার চেষ্টা করতে থাকেন। এতে কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়। সেখানে গিয়ে শেষরক্ষা মিলেছে।

চিকিৎসক জানিয়েছেন, চিংড়ি বের করতে গিয়ে সত্যনারয়ণের নাকের ভেতরে কিছুটা ক্ষত হয়েছে। তবে ফুসফুসের কোনো ক্ষতি হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.