× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন করোনাক্রান্তের সংখ্যা বিশ্বে পূর্বের রেকর্ড ভেঙেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাসস

০৭ জানুয়ারি ২০২২, ০২:৪৫ এএম

বিশ্বে গত ২৪ ঘন্টায় ২৬ লাখেরও বেশি লোক করোনাক্রান্ত হয়েছে যা পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলা হয়েছে, পুরো মহামারিকালে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। 

‘হু’ বলছে, করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছে ৫৪ লাখ ৬২ হাজার ৬৩১ জন। দৈনিক করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জন। মৃতের সংখ্যা বাড়ছে আট হাজার ১৬৮ জন করে। 

আক্রান্তের অধিকাংশ সংখ্যাই যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। এর পরই অবস্থান ভারতের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন। ব্রাজিলে দুই কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ এবং যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.