× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোভিড-১৯ আক্রান্ত অস্ট্রিয়ার চ্যান্সেলর

০৮ জানুয়ারি ২০২২, ০৫:২৭ এএম

অস্ট্রিয়ার সরকার প্রধান কার্ল নেহাম্মার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার কভিড-১৯ পরীক্ষায় তার ভাইরাস সনাক্ত হয়। চ্যান্সেলরের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

তারা জানায়, নেহাম্মারের করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। তিনি ভ্যাকসিনের দুই ডোজ এবং বুস্টার টিকা নিয়েছেন। চ্যান্সেলর এক বিবৃতিতে বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। আমি ভাল আছি।’ ‘বুস্টার ডোজ দেয়ার ব্যাপারে আমার সমর্থন অব্যাহত থাকবে। এই ডোজ করোনাভাইরাসের যে কোন ধরনের বিরুদ্ধে আপনাকে নিশ্চিতভাবে সুরক্ষা দেবে।’

অস্ট্রিয়ায় যারা কোন টিকা নেননি তারা বর্তমানের লকডাউনের মধ্যে রয়েছেন। তাদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার সর্বোচ্চ প্রায় ৩০ শতাংশ। পশ্চিম ইউরোপের দেশ গুলোর মধ্যে তা সর্বোচ্চ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.