× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাসের দাম কমছে শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২২, ১১:২৫ এএম

শ্রীলঙ্কায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হচ্ছে। দেশটির লিটরো গ্যাস কোম্পানির চেয়ারম্যান মুদিতা পেইরিস এসব কথা জানান। আগামী সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘কলম্বো পেজ’–এর প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হচ্ছে। দেশটির অর্থ ও ভোক্তা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।


মুদিতা পেইরিস দাবি করেন, বর্তমানে দ্বীপরাষ্ট্রটিতে গ্যাসের পর্যাপ্ত মজুত আছে। এ কারণে ভবিষ্যতে গ্যাসের জন্য জনগণকে আর লাইনে দাঁড়াতে হবে না বলেও আশাবাদী তিনি। আগামী অক্টোবর মাস পর্যন্ত ব্যবহার করার মতো গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে। আর এ জন্য আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত শিপমেন্ট নিশ্চিত হওয়া গেছে।


খারাপ আবহাওয়া কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস আনলোড করা না গেলে হয়তো দু–একদিন দেরি হতে পারে। তবে কোনো ধরনের লাইন ছাড়াই জনগণ যাতে প্রয়োজনীয় গ্যাস পেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.