× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সু চির বিরুদ্ধে দুর্নীতির নতুন ৫ অভিযোগ

১৫ জানুয়ারি ২০২২, ০৫:৪০ এএম

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরো ৫ টি দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। এসব অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অভিযোগের জন্য ১৫ বছর করে কারাভোগ করতে হবে সু চিকে।

মিয়ানমারের জান্তা আদালতের এক সূত্রের বরাতে শুক্রবার রয়টার্স জানিয়েছে, সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ক্ষমতায় থাকা অবস্থায়  সু চি একবার অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া করেছিলেন অভিযোগে উল্লেখ করা হয়েছে।

৭৬ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির বিরুদ্ধে ইতোমধ্যেই প্রায় এক ডজন মামলা করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। রাজধানী নেইপিদোর জান্তা পরিচালিত আদালতেই চলছে সেসব মামলার বিচার। জানা গেছে, সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে এক শতাব্দীরও বেশি সময় কারাভোগ করতে হবে সু চিকে।

উল্লেখ্য, প্রায় তিন দশক গৃহবন্দি থাকার পর ২০১০ সালে মুক্তি পাওয়া সু চি ২০১৫ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় লাভ করেন। ২০২০ সালের নির্বাচনেও বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করে তার দল এনএলডি। কিন্তু, নির্বাচনে কারচুপির অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় সু চিসহ তার দলের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মীকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.