× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের মতোই ব্রিটেনের জনগণের সেবা করব : প্রিন্স চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:২১ পিএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৪ এএম

রানি দ্বিতীয় এলিজাবেথের অঙ্গীকার নবায়নের কথা বলেছেন নতুন রাজা তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। তিনি বলেন, ‘পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে আমি কথা বলছি। মা যে অঙ্গীকার করেছিলেন- সেই একই অঙ্গীকার আমি নবায়ন করতে চাই। রাজত্বের সূচনায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যে অঙ্গীকার করেছিলেন সে অনুযায়ী সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করবো।’

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর)  জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  তার এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়।

তিনি আরও বলেন, ‘রানি নিজে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমিও এই সময়ে সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাবো।’ 

প্রসঙ্গত, সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর তিনি বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে শুক্রবার সারাদিন অসংখ্য মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনির পাশাপাশি বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.