× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত অন্তত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২২, ০০:৪৭ এএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২২, ০৬:৪৬ এএম

উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংঘর্ষে অন্তত ১৭০ জন মারা গেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি রাজ্যটিতে সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা বেড়ে গেছে। 

সংঘর্ষে নিহতদের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজ্যটির রাজধানী দামাজিনের রাস্তায় বের হন সর্বস্তরের মানুষ। খবর আল জাজিরার

এই সংঘর্ষের সূত্রপাত হয় গত সপ্তাহে। জমি নিয়ে বিরোধের জেরে হাউসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। রাজধানী খার্তুমের দক্ষিণে ৫০০ কিলোমিটার রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকায় এই সংঘর্ষের ঘটনার মূল কেন্দ্র। সংঘর্ষে বন্দুক ও আগুন ব্যবহারের কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছে।

সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার (১৯ অক্টোবর) ও বৃহস্পতিবার (২০ অক্টোবর) নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দামাজিনের রাস্তায় শত শত মানুষ নামেন এবং আঞ্চলিক গভর্নরের পদত্যাগের দাবি জানান। তারা সহিংসতা চান না বলেও উল্লেখ করেন।

সুদানে জাতিসংঘের সহায়তা কার্যক্রমের প্রধান এডি রোই বলেছেন, তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ১৩ অক্টোবর সংঘর্ষ শুরুর পর থেকে ১৭০ জন নিহত ও ৩২৭ জন আহত হওয়ার কথা জানান তিনি।

অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে নিয়মিতভাবেই জাতিগত সহিংসতায় কাঁপছে ব্লু নাইল প্রদেশ। গত জুলাই মাস থেকে শুরু হওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অক্টোবরের শুরুতে ১৪৯ জন নিহত হন। ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর তথ্য অনুসারে, গত সপ্তাহে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে আরও ১৩ জন নিহত হয়েছেন।

ব্লু নাইল রাজ্যে ডজনখানেক এমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন রয়েছে। প্রায়ই তাদের মধ্যে জাতিগত সঙ্ঘাত দেখা দেয়। জাতিসংঘের ওই সংস্থাটি বলছে, সম্প্রতি ওই এলাকা থেকে এক হাজার ২০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.