× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুশ হামলায় এক কোটি ইউক্রেনীয় অন্ধকারে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২২, ২৩:৩২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এক কোটির বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ অবস্থার জন্য রাশিয়ার চালানো নতুন হামলাকে দায়ী করেছেন তিনি। খবর এএফপির

গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে এসব কথা বলেছেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও বলেন, ওদেশা, ভিনিতসিয়া, সুমি ও কিয়েভের পরিস্থিতি বেশি খারাপ। 

ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালাচ্ছে রাশিয়া। এতে দেশটির বিদ্যুৎ অবকাঠোমো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে বেশ কয়েকবার বিদ্যুৎ গ্রিডে হামলা হয়েছে বলছেন জেলেনস্কি। সম্প্রতি মস্কোর দক্ষিণাঞ্চলের খেরসন থেকে পিছু হটেছে রুশ বাহিনী।

ইউক্রেনের বিভিন্ন শহরে দায়িত্ব পালন করছেন এএফপির সংবাদকর্মীরা। তারা বলছেন, তুষারপাতের মৌসুমে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা কিয়েভের সামনে কঠিন দিন আসছে বলে সতর্ক করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.