× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎহীন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২২, ০০:২৪ এএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২২, ০০:৪০ এএম

সপ্তাহ ধরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শুক্রবার রাতে দেয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজকের সন্ধ্যা পর্যন্ত কিয়েভসহ বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন ছিল।’

তিনি জানান, বুধবার থেকে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে অর্ধেকে নেমেছে।

বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে এখনও অনেকের ঘরে জ্বলছে না আলো। অনেকে পান কিংবা গা গরম করার পানি পাচ্ছেন না।

ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা।

তিনি বলেন, কিয়েভ শহরের অনেকে ২০ থেকে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন।

জেলেনস্কি জানান, রুশ হামলায় কিয়েভের বাইরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ওডেসা, লাভিভ, ভিনিৎসিয়া ও ডিনিপ্রোপেত্রোভস্ক।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.