× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউইয়র্ক টাইমসের কর্মীরা কর্মবিরতিতে

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২২, ০১:৪১ এএম

বেতন-ভাতা বাড়ানোসহ নানা সুযোগ-সুবিধার দাবিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কর্মীরা গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ওয়াকআউট কর্মসূচি পালন করেছেন। 

৫২ বছরের মধ্যে নিউইয়র্ক টাইমস এবারই প্রথম বড় আকারের কর্মবিরতির মুখে পড়েছে। খবর বিবিসির

প্রতিষ্ঠানটির বরাতে বলা হয়েছে, কর্মীদের এমন সিদ্ধান্ত খুবই হতাশাজনক। তবে কোনো বিড়ম্বনা ছাড়াই পাঠকদের জন্য পত্রিকা প্রকাশ করতে প্রস্তুত আছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্কের দ্য নিউজগিল্ডের বার্তাকক্ষের কর্মচারী ও অন্য সদস্যরা জানান, বেতন-ভাতা বাড়ানোর দর কষাকষিতে বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে কর্মীরা আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। 

তিনি বলেন, আমাদের কর্মীরা তাঁদের পছন্দের কাজটি চালিয়ে যেতে চান। কিন্তু সবার জন্য একটি দারুণ পরিবেশের বার্তাকক্ষের প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.