× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে সংসদের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৩, ০০:১৫ এএম

নেপালে সংসদের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৩৭ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

মঙ্গলবার সংসদের সামনে নিজের শরীরে আগুন দিয়েছিলেন প্রেম প্রসাদ আচার্য নামের ওই যুবক। এতে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। 

তবে প্রেম প্রসাদ কেন নিজের শরীরে আগুন দিয়েছিলেন এবং কেন তিনি এ কাজের জন্য সংসদকেই বেছে নিয়েছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   

গতকাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এক ব্যক্তি। আশপাশে থাকা ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করছেন।  

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর সামনে ঘটে যাওয়া এই ঘটনায় তার নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.