× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের আকাশে ফের ‘রহস্য বস্তু’, গুলি করে ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৮ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আকাশে একটি রহস্যজনক ‘অজ্ঞাত বস্তুকে’ গুলি করে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান। আকৃতিতে একটি ছোট গাড়ির সমান এবং বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়। 

স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

গত সপ্তাহেই একটি বিশালাকৃতির চীনা নজরদারি বা গোয়েন্দা বিমান নিয়ে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে। ওই বেলুনটিকে আবহাওয়া ও গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল, তবে প্রতিকূল আবহাওয়ায় কক্ষপথ বিচ্যুত হয়ে পড়ে। তবে এটিকে হুমকি হিসেবে বিবেচনা করে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী।

এর মধ্যেই আবারও একটি বস্তু শনাক্তের দাবি করে ধ্বংস করা হলো। এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, 'অজানা বস্তুটি একটি ছোট গাড়ির আকৃতির। তবে এটি কোথা থেকে আসলো এবং এর কাজ কী তা এখনও অস্পষ্ট মার্কিন প্রশাসন।'

হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের জন কিরবি আরও বলেন, ‘গত শনিবার যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল তার চেয়ে এটি অনেক ছোট। বস্তুটি আলাস্কার উত্তর উপকূলের ৪০ হাজার ফুট উচ্চতায় ছিল।’

সাংবাদিকদের আরও জানান, ‘ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে এর ভেতরে কোনও মানুষ ছিল না। রহস্যজনক বস্তুটি গুলি করার আগে আমাদের কয়েকটি যুদ্ধবিমান এর আশপাশ দিয়ে উড়ে যায়।’

আলাস্কার আকাশে উড়তে থাকা অজানা বস্তুটি ধ্বংস করার ঘটনাকে ‘সফলতা’ বলে চিহ্নিত করেছেন জন কিরবি।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার নিশ্চিত করে বলেন, একটি এফ-২২ যুদ্ধবিমান দিয়ে সাইডওয়াইন্ডার দিয়ে গুলি করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.