× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলকাতায় অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ এএম

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।

জানা যায়, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আদিত্য দাস নামের ছয় মাস বয়সী এক শিশু মারা যায়। সে ৫ ফেব্রুয়ারি থেকে অন্য একটি হাসপাতালে ভর্তি ছিল। ২৩ ফেব্রুয়ারি তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, জ্বর-সর্দি-কাশি থাকা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্যকে। পরে তার শরীরে অ্যাডিনোভাইরাস শনাক্ত হয়।

এদিকে, এ ভাইরাস প্রতিরোধে সোমবার কলকাতার হাসপাতালগুলো পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের বক্তব্য, শিশুদের মৃত্যু অ্যাডিনোভাইরাসে হচ্ছে না। যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.