× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ভারতীয় প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৩, ০৪:১৩ এএম

পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের যাত্রীবাহী একটি প্লেন। প্লেনের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে বিমানটি করাচিতে অবতরণ করে বলে জানা গেছে।

সোমবার (১৩ মার্চ) এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, প্লেনটি ভারতের দিল্লি থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল। মাঝ আকাশে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে প্লেনের ক্রু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে মানবিক কারণে বিমানের জরুরি অবতরণের আবেদন জানায়। আবেদন মঞ্জুর হলে সেটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে।

যে যাত্রী অসুস্থ হয়ে পড়েন তিনি নাইজেরিয়ার নাগরিক আব্দুল্লাহি।  প্লেন অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, উড্ডয়নকালেই (আকাশে) তার মৃত্যু হয়েছে। কিন্তু সঠিক কী ধরনের অসুস্থতায় ওই যাত্রীর মৃত্যু হয়েছে খবরে তা জানানো হয়নি।

সবশেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর প্লেনটি পুনরায় দোহায় রওনা দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.