× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে মোজাম্বিক-মালাবিতে মৃত্যু ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ ২০২৩, ০১:৪৮ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৩, ০২:১৮ এএম

আফ্রিতার দেশ মোজাম্বিক-মালাবিতে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছেই। এরই মধ্যে তা ৪০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কর্মকর্তারা।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা নিশ্চিত হতে মোজাম্বিকের কর্তৃপক্ষের বেশ কয়েকদিন সময়ও লাগছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারির শেষদিকে প্রথম আছড়ে পড়ার পর ফ্রেডি গত সপ্তাহে ফের আফ্রিকার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালায়।

সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

কেবল মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশেই ফ্রেডি অন্তত ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। এই সংখ্যা তাদের আগের হিসাবের দ্বিগুণেরও বেশি।

মালাউয়ি এখন পর্যন্ত ২২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত কয়েকশ, এখনও অনেকে নিখোঁজ।

মোজাম্বিকে দ্বিতীয় দফায় আছড়ে পড়ার আগে ক্রান্তীয় ঝড়টি মাদাগাস্কার আর মোজাম্বিকে আরও ২৭ জনের প্রাণহানি ঘটায়।

টানা বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাট উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ব্যাঘাতও ঘটাচ্ছে।

ঝড়ের কারণে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অসংখ্য রাস্তা ভেসে গেছে, মৃতদেহ ও বাড়িঘর চাপা পড়ে আছে মাটির নিচে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.