× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে মালদ্বীপে ইফতার আয়োজন

মালদ্বীপ প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৩, ০১:৫৩ এএম

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের নিয়ে গত শুক্রবার (১৪ এপ্রিল) দূতাবাসের হলরুমে  ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।  

ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন তেলওয়াত, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা তাজুল ইসলাম

মিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান (শ্রম) মো. সোহেল পারভেজের পরিচালনায় হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ মাহে রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুণ্ন রাখাসহ স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও প্রবাসীদের সেবা ও দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ইউএসএ বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফারের ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন কবির, আসফী গ্রুপের ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল সবুর , ঢাকা ট্রেডার্সের সিইও মো. বাবুল হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.