× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদের শেষ দিন জানালেন শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২৩, ১৩:৫০ পিএম

বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের শেষ দিন জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে শেহবাজ শরিফ ঘোষণা দেন, চলতি বছর ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব অর্পণ করবে তার সরকার।

ইসলামাবাদের ওই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই যে আগামী ১৪ আগস্ট হতে যাচ্ছে বর্তমান সরকারের শেষ দিন। পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমি আশা করি, নির্বাচনে জিতে যে দলই ক্ষমতায় আসুক— তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেবে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ২০২২ সালে অনাস্থা প্রস্তাব এনেছিল তৎকালীন পার্লামেন্টের বিরোধী দলগুলো। সেই প্রস্তাবের ওপর আয়োজিত ভোটে হেরে গত বছর ১০ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএলএন) নেতৃত্বে জাতীয় ক্ষমতায় আসীন হয় বর্তমান জোট সরকার এবং পিএমএলএনের চেয়ারম্যান শেহবাজ শরিফ হন নতুন প্রধানমন্ত্রী। জোটের অন্য দুই শরিকের নাম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই সরকারের মেয়াদের শেষ দিন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শেহবাজ শরিফ।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপিনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান। সেই থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি। বর্তমান জোট সরকারের শেষ দিন হিসেবেও এই দিনটিকেই বেছে নিল শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

শেহবাজ শরিফ যদিও নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন, তবে দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে— চলতি বছর অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকে হতে পারে নির্বাচন।

সম্প্রতি আল-কাদির দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানের গ্রেপ্তার ও তারপর দেশটিতে ঘটে যাওয়া অভূতপূর্ব সহিংস বিক্ষোভের পর পাকিস্তানে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার তার বৈধ সময়সীমা পেরিয়ে আরও এক বছর ক্ষমতা নিজেদের দখলে রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.