× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে সংগীত উৎসবে হামাসের হামলা, নিহত ২৬০

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০২৩, ১৭:০২ পিএম

ইসরায়েলের একটি সংগীত উৎসবে হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে অন্তত ২৬০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। উদ্ধারকারীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের উদ্ধারকারী সংগঠন জিকা জানিয়েছে, ইসরায়েলেরর দক্ষিণাঞ্চলে রিমের কাছাকাছি এলাকায় সুপারনোভা সঙ্গীত উৎসবে হামলা চালায় হামাস। এতে শত শত ইসরায়েলি নিহত হন। শনিবারের হামলাগুলোর মধ্যে অন্যতম এটি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকাল থেকে শুরু হওয়া হামাসের এ হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসব স্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে তার মধ্যে এটি অন্যতম।

একজন জার্মান নারী দাবি করেছেন, তার ধারণা সুপারনোভা উৎসবে যোগ দেওয়া তার মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মরুভূমিতে অনেকে যে যার মতো ছুটছেন। রকেট হামলার পর বন্দুক নিয়ে এই মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালায় হামাসের যোদ্ধারা।

অনুষ্ঠানে অংশ নেওয়াদের একজন তাল গিবলি সিএনএনকে বলেছেন, খোলা স্থান হওয়ায় আমরা কোথাও লুকানোর জায়গা পাচ্ছিলাম না। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যে যার মতো প্রয়োজনীয় জিনিস নিয়ে জীবন বাঁচাতে পালাতে শুরু করে।

অরটেল নামের আরও একজন বলেন, ভোরের দিকে প্রথম সাইরেন বেজে উঠে। এটি রকেট হামলার সতর্কবার্তা।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থল থেকে গাজা উপত্যকা খুব একটা দূরে নয়। ফলে খুব সহজেই হামলা চালিয়ে ঢুকে পড়ে হামাস।

গিলি ইয়োসকোভিচ বিবিসিকে বলেছেন, আমি দৌঁড়ে একটি ছোট বাগানে লুকিয়ে যাই। তারা অনুষ্ঠানের কাছে যেয়ে গুলি চালাচ্ছিল। আমি দেখলাম চারদিকে মানুষ মারা যাচ্ছে। কিন্তু এসব দেখেও আমি চুপ ছিলাম। আমি কাঁদিনি, কিছুই করিনি।

হামলাকারীদের তাণ্ডব চালানোর ৩ ঘণ্টা পর ইসরায়েলি বাহিনীর উপস্থিতির টের পেয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান বলেও জানান এই প্রত্যক্ষদর্শী।

ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা চ্যালেন ১২-কে সাক্ষাৎকারে শুনিয়েছেন আরও একজন প্রত্যক্ষদর্শী। তার ভাষ্যমতে, ৪-৫ ঘণ্টা হরর মুভি চলছিল মনে হচ্ছে। আমরা পাগলের মতো ছোটাছুটি করছিলাম। সত্যিই উন্মাদের মতো।

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.