ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বোমাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী।
গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে এই বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
ইসরায়েলি এই বোমা হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আমাল জাদু।
ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, এটা কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র নয়। এটি গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েলের বোমাবর্ষণের দৃশ্য।
আমাল জাদু বলেন, শুধু শুক্রবার থেকে গাজায় অ্যাম্বুলেন্স বহর, তিনটি হাসপাতাল ও জাতিসংঘ পরিচালিত পাঁচটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। গাজায় কোনো জায়গা নিরাপদ নয়।