× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইউক্রেনে: জেলেনস্কি

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৬ এএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ এএম

ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউক্রেনে সামরিক শাসন জারি করার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে হামলার অনুমোদন দিয়েছে রাশিয়া। ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে তারা আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও এএফপির খবরেও ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের কথা জানানো হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করলেও নির্দিষ্ট কোনো শহরের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে তারা।

এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইটবার্তায় ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়ার হামলার জন্য ইউক্রেনের মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্যও তেমন হুমকি। ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো রাশিয়ার হামলা নিয়ে আলোচনায় বসবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.