× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬ এএম

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর নতুন করে দেশটির ওপর বড় ‘নিষেধাজ্ঞা প্যাকেজ’ ঘোষণা করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন জানিয়েছেন, ‘ ইউরোপের নেতারা বড় ধরনের এক ‘প্যাকেজ নিষেধাজ্ঞা’র অনুমোদন দেয়ার অপেক্ষায় আছেন। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার কৌশলগত অর্থনীতিকে আটকে দেয়া হবে। যাতে প্রযুক্তি ও বাজারে মস্কোর চলাচল সীমিত হয়। সাথে রাশিয়ার অর্থনীতিকেও দুর্বল করে দেয়া হবে। যাতে দেশটির আধুনিকায়নের গতিও থেমে আসে।’

আসন্ন নিষেধাজ্ঞার আওতায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করা হবে। রাশিয়ার ব্যাংকগুলোকে ইউরোপের অর্থনৈতিক মার্কেটে ঢুকতে দেয়া হবে না। ইইউ রাশিয়াকে অর্থনৈতিক সংকটে ফেলে যুদ্ধবাজ মানসিকতা থেকে ফিরিয়ে আনতে চায় বলে দাবি করেছেন উরসুলা।

সূত্র: বিবিসি

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.