× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তানে তুষার ধসে ২৫ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তুষারধসে ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্ত ৮ জন। দেশটির বিভিন্ন অংশে ভারী তুষারপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সারা রাত নুরিস্তান প্রদেশের টাটিন উপত্যকার নাকরে গ্রামে প্রচণ্ড তুষারপাত হয়। একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান। 

নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

রোববার রাতভর প্রদেশের তাতিন উপত্যকার নাক্রে গ্রামে দিয়ে তুষারপাত হয়। ঘর-বাড়ি গুলোকে দেখে মনে হয় যেন তুষাড়ের চাদরে ঢাকা। বৈরী আবহাওয়া প্রদেশে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করেছে, হেলিকপ্টারগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তানও আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সীমান্তের কাছে তুষারধসে ১২ জন নিহত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.