× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহিত সাগরে হুথিদের ৫ ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯ পিএম

লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেন্টকম ২৭ ফেব্রুয়ারি ইয়েমেনের সময় রাত ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৫৫ মিনিটের মধ্যে লোহিত সাগরে মার্কিন উড়োজাহাজ ও জোটের একটি যুদ্ধজাহাজ ইরানপন্থি হুথিদের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।

সেন্টকম বলেছে, ড্রোনগুলো ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা হয়েছে এবং এগুলো বাণিজ্যিক নৌযান ও মার্কিন নৌবাহিনী ও জোটের জাহাজের জন্য হুমকি ছিল।

মার্কিন সেনাবাহিনী আরও বলেছে, এই পদক্ষেপের ফলে চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক জলসীমাকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য আরও নিরাপদ করবে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন বা পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তেল ও জ্বালানি পরিবহনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্রপথের একটি হলো লোহিত সাগর।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন লোহিত সাগরে হুথি হামলা মোকাবিলায় একটি বহুজাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.