× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোজার আগেই ৯০০ পণ্যের দাম কমাল কাতার

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ ২০২৪, ১৫:৫১ পিএম

পবিত্র রমজানের আগেই নতুন উদ্যোগ নিয়েছে পারস্য উপসাগরের দেশ কাতার। দেশটি রমজানকে সামনে রেখে ৯০০-এর বেশি পণ্যের দাম কমিয়েছে।

গত মঙ্গলবার (৫ মার্চ) দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজানকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে। তারা রমজানের জন্য ৯০০-এর বেশি পণ্যের দাম কমিয়ে দিয়েছে।

দেশটিতে কমানো এ পণ্যের দর গত ৪ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। এটি রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এ দাম দেশের বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

দাম কমানো এসব পণ্যের মধ্যে রয়েছে দুধ, দই এবং দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা সামগ্রী, রান্না এবং তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, পানীয় খাবার জুস, মধু, তাজা মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি এবং রাবি গোলাপ জল।

মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্যের দোম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে এগুলো মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.