× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও ‘মেরুজ্যোতি’ দেখার সুযোগ

সংবাদ সারাবেলা ডেস্ক

১৩ মে ২০২৪, ১১:৩৯ এএম

রাতের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা)

দিন কয়েক আগে যারা রাতের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা) দেখার সুযোগ হারিয়েছেন, তাদের জন্য রয়েছে ‘সুখবর’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে আবার মেরুজ্যোতি দেখার সুযোগ হতে পারে। কারণ পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত আবার তীব্র হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার দিনের শেষ ভাগে বেশ কয়েকটি তীব্র করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) বা ব্যাপক জ্যোতির্বলয় নির্গমনের ঘটনা ঘটতে পারে।

এর ফলে সূর্য থেকে পৃথিবীতে প্লাজমা ও চৌম্বকক্ষেত্রের উদ্‌গিরণ হবে। এই নির্গমন প্রচণ্ড ভূচৌম্বকীয় ঝড়ে পরিণত হবে।

২০০৩ সালের অক্টোবরে কথিত ‘হ্যালোইন স্টর্ম’-এর পর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে গত শুক্রবার। এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আকাশে মেরুজ্যোতি দেখা যায়।

তবে তখন মেঘলা আকাশের কারণে বিশ্বের অনেক দর্শক মেরুজ্যোতি দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। এখন আবার মেরুজ্যোতি দেখার সুযোগ তৈরি হতে পারে।

আগেই বলা হয়েছিল, কয়েক দিন পৃথিবীতে আরও সিএমই নির্গমনের ঘটনা ঘটতে পারে।

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সারে স্পেস সেন্টারের কিথ রাইডেন বলেন, রোববার দিনের শেষ ভাগ বা সোমবারের প্রথম প্রহরে পৃথিবীতে বেশ কিছু সিএমই পৌঁছাতে পারে। এগুলো আবার প্রচণ্ড ভূচৌম্বকীয় ঝড় সৃষ্টি করবে। ফলে আকাশে মেরুজ্যোতি দেখা যাবে।

তবে বিজ্ঞানীরা বলছেন, রোববার রাতের মেরুজ্যোতির তীব্রতা শুক্রবারের মতো হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.