× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১৪, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২৪, ১৪:১৫ পিএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ঝড়ের মধ্যে বড় একটি বিজ্ঞাপনী বিলবোর্ড ভেঙে ১৪ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় তীব্র ঝড়ে নগরীর ঘাটকোপার এলাকায় একটি পেট্রল পাম্পের বিপরীত দিকে থাকা ৭০ মিটার বাই ৫০ মিটার মাপের ওই বোর্ডটি ভেঙে পড়ে। সেটি সরাসরি পেট্রল পাম্পটির ওপর এসে পড়ে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিলবোর্ডটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপরে এসে পড়ে। গাড়িগুলোর ছাদ বিলবোর্ডটির ধাতব কাঠামো ভেদ করে বের হয়ে থাকে, অনেকগুলো গাড়ি চূর্ণ হয়ে যায়। শতাধিক মানুষ বিলবোর্ডটির নিচে চাপা পড়েন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্তত ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানান, রাজ্য সরকার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।

সোমবার ধুলা ঝড়ের কবলে পড়ে মুম্বাই। এতে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়, বড় বড় গাছ উপড়ে যায়, অবকাঠামো ভেঙে পড়ে এবং অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

ঝড় শুরুর মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। অনেকে সামাজিক মাধ্যমে ওই মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আকাশ অন্ধকারে ঢেকে যাওয়ায় স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একাংশ এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ধুলা ঝড়ে আকাশ অন্ধকার হয়ে পড়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ও ঝড়ো বাতাসের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা প্রায় ৬৬ মিনিট বন্ধ ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.