× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিয়েতনামে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০২৪, ১৩:৫৮ পিএম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানীর একটি চাপা গলির ভেতর অবস্থিত পাঁচ তলা ওই ভবনটি থেকে ফায়ারফাইটাররা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভবনটির নিচতলায় বৈদ্যুতিক বাইসাইকেল বিক্রি এবং মেরামতের দোকান ছিল। বৈদ্যুতিক বাইকেলের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে জননিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আগুনে হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে গত বছর সেপ্টেম্বরে হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে অন্তত ৫৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। ওই ঘটনায় ৩৭ জন আহত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.