× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাইতিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬০

১৪ ডিসেম্বর ২০২১, ২০:৫১ পিএম

হাইতিতে জ্বালানি পরিবহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ক্যাপ-হাইতিয়েনে সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার আন্তার্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।  

শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক অ্যালমোনর বলেন, এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন। এখনও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার তৎপরতা চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

ডেপুটি মেয়র আরো বলেন, বিস্ফোরণে আশেপাশের প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বেশিরভাগই যত শিগগির সম্ভব ভেঙে ফেলা দরকার।

নাগরিক নিরাপত্তা সংস্থার মুখপাত্র সিএনএনকে জানান, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আহতদের বাঁচাতে রক্ত চেয়ে আহ্বান জানিয়েছেন।

এদিকে, হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় এ ঘটনাকে ‘ধ্বংসাত্মক’ বলে আখ্যা দেন। তিনি দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.