× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে খেলার স্থানে অগ্নিকাণ্ডে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২৪, ১৩:০৩ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে খেলাধুলার স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। একজন এখনও নিখোঁজ।

শনিবার (২৬ মে) সন্ধ্যায় রাজ্যের রাজকোট শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভিতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। 

রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, আগুনে নিহতদের দেহগুলি এমন ভাবে ঝলসে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। 

এ ঘটনায় শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে।

আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ জানা যায়নি। 

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, আগুনের কারণ জানতে শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার ভোরেই ঘটনাস্থলে যান তিনি। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও যান।  

খেলাধুলার এই স্থানগুলো ‘গেমিং জোন’ নামে পরিচিত। এই ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থাও থাকে সেখানে। মজুত থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতিদাহ্য পদার্থ। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।

আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনায় যারা কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা রইল।

শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.