প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় এলাকার পাশাপাশি আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গেও। রেমালের তাণ্ডবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গে রিমালের আঘাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ায় কলকাতার এন্টালি এলাকার বিবির বাগানে মাথায় সিমেন্টের চাঁই পড়ে মোহাম্মদ সজীব (৫১) নামের একজন মারা গেছেন।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১০ নম্বর বিবির বাগান এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে পড়ার কারণে একজনের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা দেন। মৃত ব্যক্তির নাম মোঃ সজীব, বয়স ৫১ বছর।
এছাড়া আনন্দবাজার আরও জানিয়েছে, রিমালের প্রভাবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শিয়ালদহে ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন একজন। এমনকি বাড়ির পাঁচিল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ক্যামাক স্ট্রিটে।
রেমালের প্রভাবে কলকাতার অনেক স্থানেই বিদ্যুতের ট্রান্সফরমার উড়ে গেছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সড়কে পানি জমেছে। গাছ ভেঙে পড়েছে।
কলকাতায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবারও ভারী ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আট জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
কর্তৃপক্ষ জানিয়েছে, রিমেল মোকাবেলা করার জন্য কলকাতা কর্পোরেশনের বিপর্যয় মোকাবেলার কর্মীরা এবং কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।