× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনকে নরওয়ে স্পেন আয়ারল্যান্ডের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২৪, ১৯:৫০ পিএম

ফিলিস্তিনকে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ডের স্বীকৃতি, ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও তিনি দেশ। দেশ তিনটি হলো নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। 

মঙ্গলবার (২৮ মে) দেশটিকে স্বীকৃতি দিলো ইউরোপের এই তিন দেশ। গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে আইরিশ সরকার জানিয়েছে, আজ সকালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মন্ত্রিসভায় পাস হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আইরিশ সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণাঙ্গ দূতাবাসের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।’

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন, শান্তির আশাকে বাঁচিয়ে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আশা বাঁচিয়ে রাখতেই আয়ারল্যান্ডের এই সিদ্ধান্ত নেওয়া। এটি বিশ্বাস করা যে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য শান্তি নিরাপত্তাসহ পাশাপাশি অবস্থান করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।’

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি আবারও বিশ্ববাসীর কথা শোনার এবং গাজায় আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। তখন প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাসের সশস্ত্র যোদ্ধারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.