× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতের আঁধারে ট্রাক্টর-ট্রলি উল্টে ৪ শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২৪, ১০:০৫ এএম

ভারতের মধ্যপ্রদেশে রাজগড় জেলায় রাতের আঁধারে একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গেলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিশু। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘গুরুতর আহত ওই দুই ব্যক্তি শঙ্কামুক্ত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।’

এনডিটিভি বলছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও বলেন, কালেক্টর এবং এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.