ভারতের পশ্চিমবঙ্গে এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হয়েছে। শিশুটির বয়স চার বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার ( ১১ জুন ) এ তথ্য জানিয়েছে।
বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।
ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট, তীব্র জ্বর ও পেটের সমস্যায় ভুগছিল সে। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। মাস তিনেক চিকিৎসার পর বাড়ি ফিরেছে শিশুটি।
আক্রান্ত শিশুটি বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ওই শিশুর পরিবারের সদস্য কিংবা সে সংস্পর্শে এসেছিল, এমন কেউ অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ৭ জুন ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ায় আড়াই বছর বয়সী এক মেয়ে শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫ এন ১ ধরন শনাক্ত হয়েছে। শিশুটি পরিবারের সঙ্গে এ বছর কলকাতা সফর করেছিল।
সংবাদ সারাবেলা: স/মীরাসু