× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মস্কোর অফিস ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২৪, ১১:৫০ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ জুন) রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জরুরি সেবা কর্মকর্তারা বলেছেন,অগ্নিকাণ্ডের পর সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামে একটি পোস্টে আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ বলেছেন, আগুনে ভবনে সংরক্ষিত অক্সিজেন ট্যাঙ্কগুলি বিস্ফোরিত হয়েছে। যার ফলে কিছু ছাদ ধসে পড়েছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আরও দুই জন।

আন্দ্রে ভোরোবিওভ আরও বলেন, ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে ১৩০ জনের বেশি দমকল কর্মী ও দুটি হেলিকপ্টার কাজ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহৃত হতো তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।

তাস জানিয়েছে, এটি একসময় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ভবন ছিল। তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ট্রনিক্স বলছে, ভবনটি ১৯৯০ এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন।

এদিকে, আন্দ্রে ভোরোবিওভ বলেছেন, প্লাটান রিসার্চ ইনস্টিটিউটসজ প্রায় ৩০টি কোম্পানি অফিসের জন্য ভবনটি ভাড়া নিয়েছিল।

কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাসকে জানিয়েছেন, ভবনের ছয়তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরই মধ্যে ফৌজদারি মামলা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.