× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লিতে ভারী বর্ষণে বিমানবন্দরের ছাদ ধসে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২৪, ১১:১৭ এএম । আপডেটঃ ২৮ জুন ২০২৪, ১১:৪৮ এএম

ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের দিল্লি। ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ। ফলে এই টার্মিনালের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  

শুক্রবার (২৮ জুন) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি এই বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়লে এককজন নিহত হন।

এছাড়া ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় টেক্সিসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা টেক্সিসহ গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

  এক বিবৃতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আভ্যন্তরীণ ফ্লাইটের কাজে ব্যবহৃত বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ আজ সকাল থেকে ‘প্রবল বৃষ্টির’ কারণে ভেঙে পড়েছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত বহির্গমন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সতর্কতার অংশ হিসেবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.