× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে রকেট হামলা

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় উত্তেজনা

০২ আগস্ট ২০২৪, ১৪:০৭ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২৪, ১৪:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থিত লেবানন ভিত্তিক  শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার(২ আগস্ট)  এক প্রতিএদনে বার্তা সংস্থা এএফপি জানায় গত ১০ মাস ধরে ইসারেয়লের বিভিন্ন জায়গায় নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ্ এর পক্ষ থেকে জানানো হয় যে, দক্ষিণ লেবাননে মারাত্মক ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতেই উত্তর ইসরায়েলে প্রচুর রকেট ছোড়া হয়। 

চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল গোষ্ঠীটির শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটিই তাদের প্রথম হামলা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, ‘(দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে) ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায়  তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে...। ইসরায়েলি সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছিল।’

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী ‘হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে, মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল’।

এর আগে, লেবাননে গত মঙ্গলবার হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর ও বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে ইরান ও তাদের মিত্র বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.