× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেবে ইরান

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৫:২৬ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ১৫:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

রাশিয়াকে ফাথ-৩৬০ ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করতে পারে ইরান। রাশিয়ার কয়েকডজন সামরিক সদস্য ইরানে এসব মিসাইল ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে এসব মিসাইল ব্যবহার করবে রাশিয়া। ইউরোপের দুইটি গোয়েন্দা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে সূত্র জানায়, ধারণা করা হচ্ছে তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইরানের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তি সই করেছে গত বছরের ১৩ ডিসেম্বর। এই চুক্তির অধীনেই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব মিসাইল সরবরাহ করা হবে।

সূত্রটি আরও জানিয়েছে, ফাথ-৩৬০ ব্যালিস্টিক মিসাইল ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানার ক্ষমতা রাখে এবং ১৫০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। ইরানে প্রশিক্ষণরত রুশ সেনাদের প্রশিক্ষণ শেষ হলে এসব মিসাইল সরবরাহ করা হবে।

মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। সেইসাথে ফাথ-৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, "ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং জি৭ অংশীদাররা প্রস্তুত।"

মুখপাত্র বলেন, "ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে।"

ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহনীভাবে বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.