ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গাজা উপত্যকার একটি স্কুলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয় বহু মানুষ। গাজা সিটির দারাজ এলাকায় অবস্থিত ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা ফিলিস্তিনিরা।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আল তাবিন স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পরপরই স্কুলটিতে আগুন ধরে যায় এবং অনেক ফিলিস্তিনি সেখানে আটকা পড়ে। সেখানে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ ঝামেলা পোহাতে হয়।
এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, স্কুলটি হামাসের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তারা আরও বলেন, বেসামরিক হতাহত এড়িয়ে চলার চেষ্টা করেছে। যদিও তাদের দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি।
গাজায় প্রায় ১০ মাস ধরে চলা সংঘাতে কমপক্ষে ৩৯ হাজার ৬৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯১ হাজার ৭২২ জন। প্রতিদিনই গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নারী, পুরুষ, শিশু, কিশোর কেউই এই হামলা থেকে রক্ষা পাচ্ছে না।