× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদির উপর অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৬:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত

তিন বছর আগে ইয়েমেন যুদ্ধের ইতি টানতে সৌদির কাছে অফেনসিভ অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।গতকাল (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রদপ্তর এই তথ্য জানিয়েছে। 

মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদির আরবের কাছে আকাশ থেকে স্থলে নিক্ষেপযোগ্য  অস্ত্রের ওপর যে স্থগিতাদেশ ছিল তা তুলে নেওয়া হচ্ছে। এখন প্রথাগত অস্ত্র নীতি অনুযায়ী দেশটিকে অস্ত্র সরবরাহের জন্য বিবেচনা করা হবে।

একজন কংগ্রেশনাল সহযোগী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে প্রশাসন কংগ্রেসকে চলতি সপ্তাহে ব্রিফ করেছে।

মার্কিন আইনের অনুযায়ী, বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের সদস্যদের দ্বারা পর্যালোচনা করতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতারা। সৌদি আরবকে অস্ত্র দেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলে কারণ সে সময় সৌদি জোট ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়ে আসছিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.