× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এথেন্সে ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১১:৪৩ এএম

ছবিঃ সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্স শহরের আশেপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, এতে একজনের মৃত্যু ঘটেছে। গতকাল  (১২ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতরে মৃতদেহটি পাওয়া গেছে। মৃতদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস বলেছেন, মঙ্গলবার পর্যন্ত আগুন অব্যাহত থাকতে পারে। কারণ ম্যারাথন এবং পেন্টেলি শহরের আশেপাশের বেশিরভাগ এলাকায় বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। তবে উত্তরপূর্ব অ্যাটিকা অঞ্চলে আর কোনও সক্রিয় দাবানল নেই। এই এলাকায় এথেন্সের কিছু অংশ রয়েছে।

তিনি সতর্ক করেন, নতুন করে দাবানল ছড়িয়ে পড়লে তা আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

এসব এলাকার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল হুমকির মধ্যে রয়েছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার বিকেলে গ্রিসের রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তরে দাবানল শুরু হয়। তখন থেকে ৭০০ টির বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং বিমান আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।

ভয়াবহ এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গ্রিসকে সাহায্যের হাত বাড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেস। এরই মধ্যে দুটি বিমান পাঠিয়েছে ইতালি। আগুন নেভানোর কাজে একটি করে বিমান পাঠিয়েছে সার্বিয়া ও ফ্রান্স।

স্পেন, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়া আরও যানবাহন, কর্মী এবং সাহায্য পাঠাচ্ছে। প্রতিবেশী দেশ তুরস্কও দুটি বিমান এবং একটি হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.