থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা (৩৭)।
আজ (১৬ আগস্ট) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে অধিকাংশ আইনপ্রণেতা পেতংতার্নের পক্ষে রায় দেন। ভোট শেষে পার্লামেন্ট এই তরুণীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে।
থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও সেইসাথে দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পেতংতার্ন। এর আগে তার ফুফু ইংলাক সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন রাজনৈতিক দল ফেউ থাই এবং এর অংশীদারদের পার্লামেন্টে ৩১৪টি আসন রয়েছে। পেতংতার্নকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বর্তমান ৪৯৩ জন আইনপ্রণেতার অর্ধেকেরও বেশি অনুমোদনের প্রয়োজন ছিল।
আজকের ভোটে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি। এতে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিতর্ক ছাড়াই প্রধানমন্ত্রিত্বের জন্য মনোনীত হয়েছেন।
প্রসঙ্গত, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে নৈতিকতার নিয়ম লঙ্ঘনের অপরাধে গত বুধবার আদালত পদচ্যুত করেন। কিন্তু ফেউ থাই পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের নেতাই প্রধানমন্ত্রী হওয়া স্বাভাবিক ছিল। সংসদের ভোটাভোটির আগে পার্টি অন্যতম নেত্রী পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করে।