× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলী হামলায় লেবাননে নিহত ৯

ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২৪, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) লেবাননে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে এক নারী ও তার দুই সন্তানসহ ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ (১৭ আগস্ট) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে আইডিএফ এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছে, নাবাতিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। অস্ত্রাগারটি ধ্বংস হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধ বাঁধার প্রায় এক মাস পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের। সেখান থেকেই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

এ ঘটনায় এখন পর্যন্ত হিজবুল্লাহর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.