× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনায় হামলা ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২৪, ১৪:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলার জেরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়েছে।

আজ (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ (২৯ আগস্ট) বলা হয়, তারা রাশিয়ার একটি আর্টিলারি ডিপো এবং দুটি তেল সঞ্চয় কেন্দ্রে আক্রমণ করেছে। এই হামলার ফলে গতকাল (২৮ আগস্ট) দক্ষিণ রোস্তভ অঞ্চলের অ্যাটলাস তেল ডিপোতে আগুন লেগে যায়।

সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, তারা  রাশিয়ার কিরভ অঞ্চলে জেনিট তেল স্থাপনায়ও আক্রমণ করেছে। এটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

এছাড়া রাশিয়ান অঞ্চলের ভোরোনজে একটি ফিল্ড আর্টিলারি ডিপোতেও আক্রমণ করা হয়েছে বলে ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম অ্যাপে দেওয়া বার্তায় জানিয়েছে।

এদিকে গতকাল (২৮ আগস্ট) রাশিয়ান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। তবে তারা সেখানে কোনও হতাহতের খবর জানায়নি।

অন্যদিকে কিরভের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার সোকোলভ বলেছেন, কোটেলনিচ শহরে তেল পণ্যের একটি ডিপোতে ড্রোন হামলা হয়েছে। তবে হামলার কারণে সেখানে আগুন লাগেনি বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে ‘বিস্ফোরক বস্তুর কাছাকাছি’ আগুন লেগেছে। কিন্তু সেসব বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়নি।

সম্প্রতি রাশিয়ার ওপর আক্রমণ বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলেছে, মস্কোর যুদ্ধ প্রচেষ্টার মূল শক্তি, পরিবহন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করাই তাদের হামলার লক্ষ্য।

তবে উভয় পক্ষই চলমান এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.