× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি : নিউইয়র্কের গভর্নরের সহকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডা সান (৪১) কে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে তার স্বামী ক্রিস্টোফার হু (৪০) কেও গ্রেপ্তার করা হয়।

গতকাল (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বিবৃতিতে বলা হয়েছে, “নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মরত লিন্ডা সান চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এর মাধ্যমে তিনি এবং তার স্বামী ক্রিস্টোফার হু (৪০) লাখ লাখ ডলার উপার্জন করেছেন।”

২০২১ সালে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ পদে লিন্ডা সানকে নিয়োগ দেন নিউইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোচুল। এর আগে ক্যাথির পূর্বসূরী গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর আমলেও একই পদে ছিলেন তিনি।

এফবিআইয়ের অভিযোগে সানের বিরুদ্ধে চীনের সঙ্গে বছরের পর বছর ধরে ‘সক্রিয় গোপন সম্পর্ক’ রক্ষা করা, ভিসা জালিয়াতি, তথ্য ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী হু’র বিরুদ্ধে আনা হয়েছে শুধু অর্থপাচারের অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর এবং নিউইয়র্ক রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাধিকবার চিঠি দিয়েছেন লিন্ডা সান। এমনকি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সরকারি নথিও তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীনে পাচার করেছেন।

তাইওয়ানের প্রতি বৈরী ছিলেন লিন্ডা। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাইওয়ানের কর্মকর্তারা যেন নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাৎ বা বৈঠক তিনি ঠেকিয়ে রাখতেন বলেও অভিযোগ এসেছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান আইন কর্মকর্তা ব্রেওন পিস সাংবাদিকদের বলেন, লিন্ডা সান চীনের একজন উচ্চপর্যায়ের গুপ্তচর ছিলেন এবং এই গুপ্তচরবৃত্তির মাধ্যমে কয়েক কোটি কোটি ডলার উপার্জন করেছেন তিনি। সেই অর্থের একটি অংশ নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে রেখেছেন, বাকি অর্থ দিয়ে নিউইয়র্কসহ অন্তত ৩টি অঙ্গরাজ্যে দামী সম্পত্তি কিনেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.