× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণ

ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে গতকাল (১১ সেপ্টেম্বর) গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-জাওনি স্কুলে ইসরায়েলি সামরিকবাহিনী বিমান থেকে বোমাবর্ষণ করেছে। এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় আজ (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাস্থলে উপস্থিত ব্যাক্তিদের ভাষ্যমতে ভয়াবহ এই বোমা হামলায় বহু নারী ও শিশুর দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছে। আশ্রয়কেন্দ্রটিও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণার্থীরা যেভাবে পারছেন ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সেখানে থাকা আল-জাজিরার এক প্রতিবেদক বলেছেন, হামলার সময় শরণার্থীরা খাবারের জন্য অপেক্ষা করছিলেন।

এদিকে হামলায় নিহতদের মধ্যে ছয়জন ছিলেন ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এর কর্মী যারমধ্যে আশ্রয়কেন্দ্রের ম্যানেজারও আছেন। প্রায় ১১মাস ধরে চলা এই যুদ্ধে কোন একক হামলায় এবারই এই সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী নিহত হয়েছে। এ ব্যাপারে সংস্থাটির ওয়াশিংটন অফিসের ডিরেক্টর উইলিয়াম ডিয়ার আল জাজিরাকে বলেছেন, যুদ্ধের এই ১১ মাসে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ১৯০টি জাতিসংঘ পরিচালিত সেবাকেন্দ্রে হামলা করেছে। এরমধ্যে বেশিরভাগই একাধিকবার হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, যদিও এসব কেন্দ্রের জিপিএস লোকেশন ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে দেওয়া আছে তারপরেও এসব হামলা চালিয়েছে তারা। কিন্তু আমাদের কর্মীরা ফ্রন্ট লাইনে কাজ করছে এবং সকল বাঁধা সত্ত্বেও তারা তাদের কাজ চালিয়ে যাবে।   

উল্লেখ্য যে, গতবছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এই নিয়ে পঞ্চমবারের মত আল-জাওনি স্কুলে বোমাহামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ পরিচালিত এই স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেখানে ইউএনআরডব্লিউএ এর তথ্যমতে প্রায় ১২ হাজার ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন (হু) এর ডিরেক্টর জেনারেল তেদরোস আধানোম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি পোস্টটিতে ইউএনআরডব্লিউএ এর নিহত কর্মীদের জন্যও দুঃখপ্রকাশ করেছেন।  

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.